ভিডিও | মিশরের উদীয়মান ক্বারির সুললিত কণ্ঠে সূরা কিসাস
মিশর (ইকনা): আব্দুল রাজ্জাক আল-শাহাভি মিশরের একজন তরুণ এবং উদীয়মান ক্বারি। সম্প্রতি তিনি কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা "কাতারা পুরস্কার"এর বিচারক কমিটির সামনে সূরা আল-সিসাসের প্রশংসনীয় তিলাওয়াতের ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে।